Answered 2 years ago
ফোন মুলত ৩টি কারণে ধীর গতির হয়ে থাকে।
১) ফোনের র্যাম ও স্টোরেজ কম থাকলে
২) অনেক বছর যাবত ফোনে ব্যবহার করলে।
৩) ক্যাশ ডাটা অনেক জমা হয়ে গেলে
এ সমস্যা থেকে মুক্তি পাবার সবচেয়ে উপযোগী পরামর্শ হলো নতুন ফোন কেনা ( বেশি র্যাম ও স্টোরেজ যুক্ত ফোন)
আপনি Greenify অ্যাপটি ব্যবহার করে ফোনের র্যাম আর ফোনের ক্যাশ ডাটা ক্লিন রাখুন। ইশাআল্লাহ কিছুটা হলেও ফোন স্লো/ল্যাগের সমস্যা থেকে মুক্তি পাবেন।
Neha Khatun publisher