আমার ফোনের র‍্যাম ৪ জিবি, রোম ১২৮ জিবি। ফোন কেনা হয়েছে ২০২১-এর শুরুর দিকে। মনে হচ্ছে ফোনের নেটওয়ার্ক স্লো হয়ে গিয়েছে। আমি কিভাবে বুঝবো যে এটি আমার ফোনের সমস্যা নাকি ইন্টারনেটের সমস্যা?

1 Answers   3.4 K

Answered 2 years ago

আপনি থাকেন কোথায়??ইন্টারনেট এর স্পিড আসলে ফোনের র‍্যাম রোমের উপর নির্ভর করেনা,,,এটা আসলে ডিপেন্ড করে ফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি কিরকম তার। উপর,,,সেক্ষেত্রে প্রসেরর আসল ভূমিকা পালন করে।।এটা গেলো ফোনের কথা,, আর আপনি ৩/৪/৫জি নেটওয়ার্ক পাবেন কি পাবেন না সেটা প্রথমে আপনার এলাকায় কিরকম নেটওয়ার্ক আছে দেখতে হবে,, ধরেন আপনার এলাকায় ৩জি ই ঠিকমত পায়না সেক্ষেত্রে আপনার ফোন ৫জি সাপোর্টেড হলেও কি?? আপনি তো ৩জি এর বেশি পাবেন না।।


Jewel
jewel
279 Points

Popular Questions