আমার প্রস্রাব হলুদ। বেশি পানি খাওয়ার পর কয়েকবার প্রস্রাব পরিষ্কার থাকে। পরে আবার হলুদ হয়ে যায়। অন্ডকোষেও ব্যথা করে। পেনিসের ভিতরেও হালকা জ্বলে। আমাকে সমাধান দেবেন কি?
0
0
1 Answers
4.6 K
0
Answered
1 year ago
আপনি হোমিওপ্যাথি Cantharis -30 Liquid One Drum Germany, 2 drops in One Cup Water at every Morning and Evening, 7 Days. খেতে পারেন ।
তবে একজন চিকিৎসক এর সরাসরি তত্তাবধানে আপনার চেক আপ করা দরকার ।
আপনি আপাতত গরুর মাংস, ইলিশ মাছ খাওয়া থেকে ৭ দিন বিরত থাকবেন ,
এছাড়া ড্রাগন ফল, পাথর কুচি পাতার শরবত খেতে পারেন ।
আশা করি ইনশাআল্লাহ, উপকৃত হবেন,মা আস সালাম ।
hafizkhan publisher