Answered 2 years ago
আপনি ২০৳-৩০৳ দামের যে মোমবাতি ব্যবহার করেন, সেটা দিয়েই ৫০০-৮০০ ডিগ্রি সেলসিয়াসে পৌছানো সম্ভব। স্কুল ল্যাবরেটরিতে যে বুনসেন বার্নার ব্যবহার করা হয়, সেটি এই তাপমাত্রাও অনায়াসে ছাড়িয়ে যাবে।
মোমবাতির আগুন অনেকটা কোনের আকৃতি ধারণ করে। এর শীর্ষবিন্দু এনার্জি জমা হবার একটা ভালো পয়েন্ট। তাই এই পয়েন্টে আপনি সর্বোচ্চ তাপমাত্রা পাবেন। (উপরের ছবি দেখুন) প্রায় যেকোনো আগুনই এই তাপমাত্রাতে পৌছাতে পারবে। কাঠ পোড়ালে প্রায় ১১০০ ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হবে। আগুনের রঙ দেখে আপনি এই তাপমাত্রাটা আন্দাজ করতে পারবেন।
hriyan publisher