আমার প্রচূর হিন্দু বন্ধু আছে আমরা একসাথে বড়ো হয়েছি খেলেছি খেয়েছি একে অপরের ঘড়ে। এতে কি ধর্মীয় কোনো বাধা আছে?

1 Answers   7.7 K

Answered 2 years ago

সত্যিকারের বন্ধুত্বে জাতি, ধর্ম, কোনো বাধা নয়।।

খুব ভালো কাজ করেছেন আগামী দিনে ও একসাথে থাকতে চেষ্টা করুন।।

বন্ধু অন্য ধর্ম এর হওয়াটা কোনো বাধা নয়, পারস্পরিক সহযোগিতা, বোঝা পড়া, একেঅপরের প্রতি সম্মান বজায় রাখা জরুরি।।

nazninahmed
nazninahmed
301 Points

Popular Questions