Answered 1 year ago
প্রথমত আমি যে উপদেশটি দিব তা হচ্ছে আপনাকে সাইকোলজি কোন ডাক্তার দেখাতে হবে,
পরবর্তীতে যে কথাটি আমি বলতে চাচ্ছি তা হল আপনাকে উত্তেজিত সকল ধরনের কার্যকলাপ থেকে বিরতি থাকতে হবে,
আপনার দৃষ্টিকে নত করতে হবে,্
ইসলামিক উপন্যাস উপন্যাস বললে ভুল হবে ইসলামিক ঘটনাগুলো অধ্যায়ন করতে হবে, সেটা হাদিস হতে পারে কোন নবী জীবনে হতে পারে সাহাবায়ে একরামদের জীবনী হতে পারে , কিংবা আর অন্য কিছু হতে পারে যেগুলোতে আপনার ঐধরনের চিন্তা থেকে মানসিকভাবে মুক্তি দেবে অতঃপর আপনাকে নামাজের পূর্বে অজু করার পূর্বে আপনি আপনার কাপড় চেঞ্জ করে নিতে পারেন, এবং অতঃপর সালাত আদায় শেষে আপনি যে কাপড়টি পরিধান করেছিলেন সেই কাপড়টি পরিধান করতে পারেন,
আর মেয়েদের হাত ধরার তো আপনার তেমন প্রয়োজন হতে পারে না,
আপনি কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত শুনবেন,
আর যদি ওই ধরনের কোন বেশি সমস্যা না হয় তাহলে আপনি ওই জায়গাটা বিসমিল্লাহ বলে পানি ছিটিয়ে দিয়ে কাপড় পরে সালাত আদায় করতে পারেন ।
সব থেকে মারাত্মক যে ঘটনাটি পরবর্তীতে ঘটতে পারে যদি আপনাকে আপনি এই অবস্থার ভেতর থেকে নিজেকে বের করে না নিয়ে আসতে পারেন পরবর্তী জীবনের পস্তাতে হবে । যে ব্যাপারে আপনার সব থেকে বেশি আগ্রহ এখন দেখা যায় সেই ব্যাপারেই আপনার আগ্রহ খুঁজে পাওয়া যাবে না ।
nahiyan publisher