Answered 2 years ago
অবসর সময় মানেই যে আরাম-আয়েসে কাটাতে হবে এমনটা না। অবসর সময় মানে নিজেকে গুছিয়ে নেয়ার আরো একটি সুযোগ।
এ অবসর সময়ে আপনি
আপনি অবসর সময়ে ইংরেজি শিখতে পারেন।
কম্পিউটার কোর্স গুলো করতে পারেন।
ইলেকট্রনিক দক্ষতা অর্জন করতে পারেন।
কথা বলার কোর্সগুলোও করতে পারেন।
কোরআন পড়তে না পারলে কোরআন পড়া শিখতে পারেন।
সর্বোপরি কোন না কোন দক্ষতা অর্জন করুন।
জীবনে একটু কষ্ট না করলে শান্তির মুখ চোখে দেখা যায় না। একটু কষ্ট করুন ভবিষ্যৎ সুন্দর হবে ইনশাল্লাহ।
shikhakhatun publisher