আমার নাম্বার এ কেউ কল করলে সেই কল আমার বন্ধুর নাম্বার এ যায় কেন?

1 Answers   11.2 K

Answered 2 years ago

বাহ আপনার বন্ধু যে আমার মতোই চালাক সেটা দেখে খুব ভালো লাগলো যায় হোক এবার মূল উত্তরে আসি, যখন কেউ আপনার ফোনটি হাতে নেওয়ার পর একটা কোড ডায়াল করে দেয় তখন আপনার ফোনটিতে কল ফরওয়ার্ডিং চালু হয়ে যায়। আর যখনই চালু হয়ে যায় এরপর থেকে যখন কেউ আপনাকে কল করবে কলগুলো ট্রান্সফার বা ফরওয়ার্ড হয়ে সেই ব্যক্তির ফোনটিতে চলে যাবে এমনকি সে চাইলে কলগুলো রিসিভ করে শুনতেও পারবে। কি ভাবে বুঝবেন আপনার ফোন কল ফরওয়ার্ড হচ্ছে কি না? যদি হয় তাহলে তার প্রতিকারই বা কি?


Suriya Mimpi
suriyamimpi
306 Points

Popular Questions