আমার দেওর আমার দিকে কুনজর দিচ্ছে। এখন আমার কী করা উচিত?

1 Answers   8.7 K

Answered 2 years ago

সর্বপ্রথম কাজ হবে সত্যিই দেওর আপনার দিকে কুনজর দিচ্ছে কিনা সেটা পুংখানুপুঙ্খ ভাবে বিচার করা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘটনাগুলোকে পর্যালোচনা করবেন । কোথাও আপনার ভুল হচ্ছে কিনা সেটা দেখবেন। ব্যাপারটা যদি ভুল হয় তাহলে আপনার লজ্জার সীমা থাকবে না আর নিরপরাধ একটি ছেলের চরিত্র কলঙ্কিত হবে।

আপনি যদি নিশ্চিত হয়ে যান তাহলে-

ক) বাড়ীর সবাইকে জানানো উচিত..বিশেষ করে স্বামীকে।

খ) দেওরকে সবার সামনে হুঁশিয়ার করুন।

গ) আপনি ভীষণ বিরক্ত সেটা বুঝিয়ে দেবেন।

ঘ) ভুলেও এমন কোন হাবভাব দেখাবেন না যাতে সে আপনার কাছ থেকে কোন রকম ইতিবাচক ইঙ্গিত পায়।

ঙ) দেওর থেকে দুরে দুরে থাকুন। কথাবার্তা বলতে হলে সবার সামনে বলুন। গোপনে কোন কথা বা শাসন করবেন না।

চ) ওর কোন প্রলোভনে পা দেবেন না। কোন ধরণের আপোষ করবেন না। ওকে বিশ্বাস করবেন না।

ছ) পারতপক্ষে বাড়ীতে একা থাকবেন না।

জ) সাবধানে থাকবেন। বুদ্ধি করে চলবেন। এমন কিছু করবেন না যাতে পরে কেউ আপনাকে দোষারোপ করতে পারে।

ঝ) কিছুদিনের জন্য বাপের বাড়ী চলে যেতে পারেন।

এর বেশী পরামর্শ আমার কাছে নেই। এসব ক্ষেত্রে পরামর্শ খুব একটা কাজও দেয় না। নিজের সাধারণ বুদ্ধি এবং সিক্সথ সেভেনথ্ এইটথ্ সব সেন্স লাগিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।

Khaled
Khaled
303 Points

Popular Questions