আমার ছোট ভাইয়ের বয়স ১৩ বছর। সে রাত ১•৫০/২ টায় ঘুমাই এবং সকাল ১১/১২ টায় ঘুম থেকে উঠে। ও খুব শুকিয়ে যাচ্ছে মানে চিকন হয়ে যাচ্ছে, এটার কারণ কী এবং করণীয় কী একটু বলবেন?

1 Answers   12.3 K

Answered 2 years ago

উত্তর না দিয়ে পারছি না । বর্তমান যামানায় এই সমস্যাটা ইয়াং বয়সের প্রায় সকলের দেখা দিয়েছে। এর একমাত্র কারন টাচ মোবাইল । সারা দুনিয়াতে এই সমস্যা চলছে । কি যুবক আর কি বৃদ্ধ ? ছোট মাসুম বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত টাচ মোবাইল এবং নেট জগতের কারনে আক্রান্ত । যে হেরোইন খায়, ইয়াবা খায় এবং অন্যান্য নেশা করে, তাকে রিহ্যাব বা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কেন্দ্রে পাঠিয়ে ভালো করা যায় । কিন্তু, যাকে নিশিদ্ধ নেট জগতের নেশা একবার ধরেছে, তাকে এই নেশা ছাড়ানোর কোন প্রতিষ্ঠান সারা দুনিয়ার কোনো প্রান্তে এখনত্ত তৈরী হয়নি এবং ভবিষ্যতেত্ত হবে না । ছোট বাচ্চাকে কার্টুন দেখিয়ে খাত্তয়াতে হয় । আর বৃদ্ধ মানুষেরা অযথা ফেসবুক এবং ইউটিউব দেখে মূল্যবান হায়াতকে শেষ করছে । অনলাইন গবেষনায় দেখা যায়, শতকরা প্রায় ৮৫% মানুষ অযথা নেট ব্রাউজ করে এবং সেক্স ভিডিত্ত বা কন্টেন্ট দেখে । আর বাঁকি ১৫% মানুষ আছে যারা চাকরি বা ব্যবসার কাজে নেট ব্রাউজ করে । সুতরাং, বলা যায়, টাচ মোবাইল একটা গুনাহের যন্ত্র । কারন, এই যন্ত্র ব্যবহার করছে আর চোখের গুনাহ হয়নি এমন মানুষ দুনিয়াতে পাত্তয়া মশকিল । সমস্ত সেক্সের ত্তয়েবসাইট গুলো মোবাইল ভার্সনে তৈরী হয় । তাই সহজেই এই যন্ত্র দিয়ে গুনাহ দেখা যায় । একলা ঘরে বা ম্যাচে এবং হোষ্টেলে লেপের নিচে, কাঁথার নিচে সেক্স ভিডিত্ত দেখার নেশায় পাগল প্রায় মানুষ । এমন কি বিবাহিত মানুষেরাত্ত ..... । ভাই, কেউ তর্কে যাবেন না । নিজের মনকে একবার প্রশ্ন করুন, এরোকম হয় কি হয় না ?

যারা ভালো ষ্টুডেন্ট তাদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন এবং তারা অনলাইনের ক্লাশের নামে এই নেশায় ডুবে আছে ।

এজন্য, অভিভাবক যারা আছেন তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে । প্রয়োজন ছাড়া এই যন্ত্র বিশেষ করে ষ্টুডেন্টদের হাতে দেয়া মারাক্তক ক্ষতির কারন । আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে । তাই সকলের কাছে আবেদন, এই সমাজকে নিজ দ্বায়িত্বে রক্ষা করুন । তবে, সবচাইতে মারাক্তক কথা হলো, সামনের দিনগুলোতে আমাদেরকে আরত্ত নষ্টামি দেখতে হবে। খারাপ লাগলেত্ত এইটায় সত্য। তাহলে কি করা যায় । আল্লাহর রাস্তায় নিজে এবং সন্তানকে নিয়ে বের হয়ে ১চিল্লা, ৩চিল্লা দিয়ে ঈমান বানাতে হবে । এর বিকল্প কোন পদ্ধতি কেয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না । লেখাটায় কোন ভুল হলে ক্ষমা করবেন ।

Fiaz Fuad
fiazfuad
381 Points

Popular Questions