আমার ছাত্রীকে এতটাই ভালবাসি যে তাকে ভুলে যাওয়া সম্ভব না কিন্তু আমি তাকে একথা বলতে পারব না। না বলে কিভাবে বুঝাতে পারি আমি তাকে পছন্দ করি এবং বিয়ে করতে চাই?

1 Answers   11.2 K

Answered 2 years ago

আপনার ছাত্রীর তো আপনার মনের কথা বুঝে ফেলার কথা। কথা দিয়ে প্রকাশ না করলেও ছেলেদের চোখ, অঙ্গভঙ্গি দেখে মেয়েরা বুঝে ফেলে। বুঝার চেষ্টা করুন তার মনে কি আছে। মেয়েটি অন‍্য কাউকে পছন্দ করে ফেলেছে কিনা।

অনেক সময় আমরা কাউকে ভাই, বন্ধু বা শিক্ষক ভেবে ফেললে তাকে আর অন্য কিছু ভাবতে পারি না। আপনার প্রতি তার মনোভাব কি?

অনেক ভালোবাসার পরেও সেই মানুষটিকে পাওয়া অনেক কঠিন হয়ে যায়। ভাগ্যের লিখন..! বিয়ের কথা সরাসরি তার পরিবারকে বলা উচিত।


Bread Rana
breadrana05
298 Points

Popular Questions