আমার কোন সম্পদ নাই, কিন্তু খুব ভাল ব্যবসার পরিকল্পনা আছে অথচ আমার হাতে সময় ও খুব কম। এখন আমি কিভাবে পুঁজির যোগান দিব?

1 Answers   4.5 K

Answered 2 years ago

আল-হামদুলিল্লাহ। আসলে আপনার ভাল ব্যবসার পরিকল্পনাও নেই, কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন না। কারণ, যে কোনো ব্যবসার পরিকল্পনার আগে অর্থের পরিকল্পনা করতে হয়, সময়ের পরিকল্পনা করতে হয়। পুঁজি যোগানের পরিকল্পনা করতে হয়। কিন্তু আপনি এর কোনোটিই করেননি। কাজেই আপনাকে পুঁজি যোগানের পরিকল্পনা যে দিবে তার কাছ থেকেই ভাল ব্যবসার পরিকল্পনা গ্রহণ করুন। আপনার পরিকল্পনা দিবস্বপ্ন মাত্র। আপনার পরিকল্পনা অসম্পূর্ণ। অতএব আপনি নিজে পরিকল্পনা না করে অন্য কারো পরিকল্পনার সহযোগিতা দিন। ধন্যবাদ।


Ripon Ahmed
Ripon Ahmed
593 Points

Popular Questions