Answered 2 years ago
আপনি নিশ্চয়ই আপনার কাজিনের ভালো বন্ধু হতে চান৷ তাই নয় কী! যদি ভালো বন্ধু হতে না-ই চাইতেন তাহলে তার এড়িয়ে চলাটা আপনাকে কষ্ট দিতো না।
বন্ধুত্ব বা প্রেম কখনো এভাবে হয় না যে আপনি কাজিনের পেছনে ঘুরছেন আর কাজিন পাত্তা দিচ্ছে না। আপনি আপনার কাজিনকে যতোটা মূল্য দেন আপনার কাজিন আপনাকে ঠিক ততোটাই মূল্য যদি দেয়, শুধু তখনই আপনাদের মধ্যে সুসম্পর্ক হওয়া সম্ভব। তার মূল্য পাওয়ার ক্ষেত্রে আমি আপনাকে দুইটা উপদেশ দিবো।
১. নিজের মতো বাঁচুন। কাজিনকে খুশি করার জন্য নিজের জীবনের আনন্দ কমিয়ে ফেলবেন না, নিজের স্বকীয়তা হারিয়ে ফেলবেন না। কাজিনের কথা সারাদিন না ভেবে নিজের কাজে ব্যস্ত থাকুন। নিয়মিত বই পড়ুন। ব্যায়াম ও মেডিটেশন করুন। আপনি আপনার কাজিনসহ যেকোনো মানুষের কাছেই আকর্ষণীয় হতে পারবেন।
২. আপনি আপনার কাজিনের সাথে ভালো বন্ধু হতে চান এটা তাকে সরাসরি বলুন। কোনো সমস্যায় পড়লে তার সাহায্য বা পরামর্শ নিন। তার বিপদে নিজেও এগিয়ে যান। তার সাথে কোনো মতবিরোধ থাকলে নিজেরা আলাপ করে সমাধান করে নিন।
সবাই আপনার বন্ধু হতে পারে না। কিন্তু আপনি আত্মবিশ্বাসী হলে অনেক কিছুই আপনার দ্বারা সম্ভব। শুভ কামনা রইলো।
Kalam Biswas publisher