Answered 2 years ago
আপনি ৫হাজার টাকায় এমন কোন ব্যবসা শুরু করতে পারেন যেটাতে ঝুঁকি কম আর পড়ালেখার পাশাপাশি করতে পারবেন।
এক্ষেত্রে আমি আপনাকে বলব অর্গানিক ফুড নিয়ে কাজ করতে। আপনি কালিজিরা, মধু, খেজুর নিয়ে কাজ করতে পারেন।
৫হাজার টাকার মধ্যে খুব ভালোভাবে শুরু করা যাবে। ৩-৪কেজি মধু, ৩-৪কেজি ভালো মানের খেঁজুর, আর কিছু কালিজিরা পাইকারি ধরে কিনে এনে কতগুলো ছোট ছোট প্যাক করবেন৷ যেমন ২৫০গ্রাম মধুর কৌটা, ২৫০গ্রাম বা হাফ কেজি খেজুরের প্যাকেট, ৫০গ্রাম কালিজিরার প্যাকেট।
এবার শুক্রবারে জুম্মার নামের সময়ে একটা টেবিল নিয়ে মসজিদের বাইরে বসে পড়ুন৷ প্রথম সপ্তাহে আপনার বিক্রি না হলেও পরের সপ্তাহে বিক্রি হবেই। ধীরে ধীরে বিক্রি বাড়বে যদি আপনি পণ্যের মান বজায় রাখতে পারেন৷
যেহেতু আপনি ছাত্র আর পুঁজি কম, তাই এই ব্যবসাটাই আমার কাছে ভালো মনে হয়েছে। আপনি সপ্তাহে একদিন সময় দিচ্ছেন, আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে না।
আর যদি এই কাজটা করতে লজ্জা পান তাহলে এত অল্প টাকা নিয়ে ব্যবসা করতে আসবেন না৷ ধন্যবাদ।
Islamuddin publisher