Answered 2 years ago
ভাই আপনি যেই হয়। এই কাজটি মটেও করা উচিৎ নয়।কারন-
১/ এটাতে কোন সম্মান নাই ,,আপনি ওস্তাদ হলো ও: সম্মান নাই ,,সামনা সামনি সিক্রেট বিড়ি সব কিছু খাবে ।এটা কাম্য নয়।
২/ প্রতিদিন প্রায় 700 টাকা পাবেন কিন্তু অনেক সময় মিথ্যা কথা বলবে যে এটাত কোন প্রকার সমস্যা আছে বা কিছু আপনাকে অনেক রকম বাহানা দিবে।
৩/ তার পরেও পুলিশি হয়রানি পৌরসভার টিকেট হয়রানি। কাগজপত্র টেট না থাকার সম্ভাবনা ।
৪/ প্রতিদিন হয় ৭০০-৮০০ টাকা পাবেন বটে।আপনার একবার যদি ইঞ্জিল ডাউন হয়ে যায় অনেক টাকা লাগতে পারে। এটা যদি ৩ মাসের আগে পরে হয়ে যায়।বা প্রতিনিয়ত হতে থাকে আপনার লস এর পালা থাকবেন।
৫/ তারপর তো ড্রাইভার এর আঁকাবাঁকা চালানোর কারণে এক্সিডেন্টের ভয় আছেই।
চলুন ভাই এর চেয়ে ভাল কোন কাজ শিখেন ।নয়তো কোন ব্যবসা করে জীবনে উন্নতি ঘটানো চেষ্টা করেন। এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন ।,,ধন্যবাদ,,, আমি মাহবুবুর রহমান চাঁদপুর থেকে।
Himel Ahmed publisher