আমার কাছে ৫ লক্ষ টাকা আছে। এখন আমি এই টাকাগুলো কোন হালাল কাজে লাগালে আমি ভালো মুনাফা পাবো?

1 Answers   12.6 K

Answered 2 years ago

আমি যেই ব্যবসাগুলোর কথা বলবো এগুলোতে অনেকেই ব্যবসা করে কোটিপতি বা, মিলিওনেয়ার হয়ে গিয়েছে। আমার কাছ থেকে যারা শিক্ষা নিয়েছে তারা ইতিমধ্যে বিশ্বের বড় বড় ব্যাংকের বিভিন্ন দেশে কাজ করছে এবং বছরে কোটি কোটি টাকা উপার্জন করছে। এদের মধ্যে অনেকেই এই ব্যবসাগুলো নিজেই করছে এবং কোটি কোটি টাকা লাভ করে যাচ্ছে।

সমস্ত হালাল ব্যবসায় লাভ এবং ক্ষতি হবেই। এই দু'টো ব্যবসার মধ্যে একটাতে লাভ এবং ক্ষতির পরিমাণটা অনেক বেশি যেটাতে ঝুঁকি বেশি এবং একটাতে ঝুঁকি একটু কম যেটাতে লাভ, ক্ষতি দু'টোই কম। এগুলো সম্পূর্ণ নির্ভর করে ব্যবসার উপর এবং ব্যবসার কলাকৌশল জানার উপর।

এই ব্যবসাগুলো হলো: "ফরেন কারেন্সি(ফরেক্স) মার্কেট" বা, "আন্তর্জাতিক শেয়ার(স্টক) মার্কেট" ব্যবসা।

"ফরেন কারেন্সি মার্কেটে" ঝুঁকি একটু বেশি কিন্তু, এই ব্যবসা খুবই লাভজনক এবং লাভ ও ক্ষতি খুব তাড়াতাড়ি হয়। ব্যবসাটা যদি কেউ প্রকৃত শিক্ষা নিয়ে করে তাহলে, এক সপ্তাহ বা এক মাসের মধ্যেই যেটা বিনিয়োগ করেছে সেটা লাভ করতে পারবে‌। অন্যদিকে, "আন্তর্জাতিক শেয়ার মার্কেটে" লাভ ও ক্ষতি খুব তাড়াতাড়ি হবে না। আমি নিজেই গত ৩০+ বছর ধরে এই দু'টো ব্যবসা করে আসছি এবং অন্যান্যদের শিক্ষাও দিয়ে থাকি, পাশাপাশি টিপস্ বিক্রি করে আসছি বহু বছর ধরে।

এখন আসুন আপনার ৫ লক্ষ টাকার বিষয়। এই টাকা বিনিয়োগ করে আপনি যেটা লাভ করবেন সেটা আপনার ব্যাংক একাউন্টে আস্তে আস্তে ফেরত নিয়ে নিবেন এবং যখন ৫ লক্ষ টাকা লাভ আপনার ব্যাংক একাউন্টে নিয়ে নিবেন তখন, সেই ৫ লক্ষ টাকা দিয়ে আপনি যেটাই করেননা কেন সেটা করতে পারবেন উপরন্ত, আপনার এই ৫ লক্ষ টাকা ফেরত নেয়ার পর লাভ যেটা থাকবে ওইটা দিয়ে এই দু'টো মার্কেটে ব্যবসা চালিয়ে যাবেন। এখন এই লাভের টাকা যদি সমস্তটাই ক্ষতি হয়ে যায় তখন আপনি কান্নাকাটি করবেন না কারণ, আপনার মূলধন ইতিমধ্যে আপনার ব্যাংক একাউন্টে নিয়ে নিয়েছেন।

যে কোন ব্যবসা যেরকম জেনেশুনে করতে হয়, ফরেন কারেন্সি মার্কেটের ব্যবসা অথবা, শেয়ার মার্কেটের ব্যবসা জেনেশুনে করা উচিত। এই দু'টো ব্যবসার সমস্ত কিছু না জেনে করা উচিত না।

এই দু'টো ব্যবসায় আমার ক্ষতির পরিমাণের চেয়ে লাভের অংশটা অনেক বেশি। উদাহরণস্বরূপ বলতে পারি, ফরেন কারেন্সি মার্কেটে আমি খুব ভাল লাভ করি, কোন কোন সময় প্রতি এক দিনেই ১০০% লাভ করি। যেহেতু বিশ্বের ১৭টা দেশের(বাংলাদেশের শেয়ার মার্কেট সহ) শেয়ার মার্কেটে বিনিয়োগ করি সেহেতু এই মার্কেটে লাভ ততটা বেশি হয় না যতটা না ফরেন কারেন্সি মার্কেটে হয়। কারণ, শেয়ার মার্কেটের বড় বড় কোম্পানিগুলোতে আমি বিনিয়োগ করি যে কোম্পানিগুলোর শেয়ারের দাম খুব বেশি। এই উদাহরণে আমি বলতে পারি, এক সময় এক সপ্তাহের মধ্যে আমি ফরেন কারেন্সি মার্কেটে ৪৬০০%+ লাভ করেছিলাম এবং শেয়ার মার্কেটে লাভ করেছিলাম ৪৫০০%+ ছয় মাসের মধ্যে। অন্য আরেক দিন ২৪ ঘন্টার মধ্যে ফরেন কারেন্সি মার্কেটে ১৩০০% লাভ করেছি। আমার প্রোফাইলে এই লাভের বিস্তারিত দেয়া আছে।

৫ লক্ষ টাকা বিনিয়োগ করে মাসে কমের পক্ষে ৭০ হাজার টাকা লাভ করতে পারবেন যদি আপনি আন্তর্জাতিক স্টক মার্কেটে বিনিয়োগ করেন অথবা, কমপক্ষে ২ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব যদি ফরেক্স মার্কেটে(ফরেন কারেন্সি মার্কেটে) বিনিয়োগ করেন।

বিস্তারিত জানার জন্য এবং এই মার্কেট সম্বন্ধে প্রকৃত শিক্ষা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগের মাধ্যম আমার প্রোফাইলে দেয়া আছে।

ধন্যবাদ।

Nahid Hasan
thenh
598 Points

Popular Questions