আমার কাছে ৪ লক্ষ টাকা আছে। আমাদের একটি ভ্যারাইটি স্টোর আছে। ওই দোকানের মাধ্যমে আমি একটি বিকাশের এজেন্ট সিম নিয়েছিলাম। আমি এই ৪ লক্ষ টাকা বিকাশে যদি বিনিয়োগ করি, কেমন লাভ পেতে পারি?

1 Answers   10.2 K

Answered 2 years ago

৪ লক্ষ টাকাটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে আপনার এলাকায় প্রতিদিন কেমন লেনদেন হবে সেটাই হলো মূল বিষয় আপনার চার লক্ষ টাকা যদি শুধু মাত্র এজেন্ট সিম দিয়ে লেনদোন করেন তাহলে পুরো ৪ লাক্ষ টাকা লেনদেন হলে ১৬০০ টাকা পাবেন আবার যদি পারসোনাল দিয়ে লেনদেন করেন তাহলে হাজারে পাবেন ১৮.৮৭ টাকা করে সেই সাথে আপনার রেজিষ্ট্রেশন বা কেওইকমিশন পাবেন মাঝে মাঝে বিভিন্ন টার্গেট কম্পানি থেকে পাবেন সেটা পুরন করতে পারলে সেখান থেকে কিছু কমিশন পাবেন এগুলোই বিকাশ এ টাকা লেনদেন করে লাভ করার অপসন ৪ লক্ষ টাকা পারডে লেনদেন কটতে পারলে মাসে শুধু মাত্র এজেন্ট সিম দিয়ে ১৬০০*৩০= ৪৮০০০ হাজার টাকা ইনকাম হবে এখন আপনি হিসাব করুন কত লেনদেন করতে পারবেন এক লাখে ৪০০ টাকা করে হিসাব করেন। আর পারসোনাল এর হিসাবটা আপনার ওপর নির্ভর করবে আশা করি উত্তরটা আপনার কাজে লাগবে ধন্যবাদ।

Ahmed Helehin
ahmedhelin
364 Points

Popular Questions