Answered 2 years ago
আমি কয়েকটি ক্যাটাগরির কথা বলছি যেমন উৎপাদন, সার্ভিস, ফ্রিল্যান্সিং ইত্যাদি প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি এই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এবং সফলভাবে বিজনেস পরিচালনা করতে পারলে প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা সব খরচ বাদ দিয়ে উপার্জন করতে পারবেন।
এবং আমি পুরোপুরি নিশ্চিত যে আপনি ব্যবসা শুরু করতে পারবেন, কিন্তু সেই ব্যবসা বড় করতে পারবেন না। ব্যবসা শুরু করা এবং সেটা মুনাফার মাধ্যমে নিয়মিত ভাবে বড় করা অনেক কষ্টকর বিষয়।
বর্তমান যুগ আগের বাপ-দাদাদের যুগের মতো নয়, যে চাইলাম আর যে কোন কিছুর পসরা খুলে বসলাম কাস্টমার এসে পণ্য ক্রয় করবে? এগুলো ভুলে যান। এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ। যখন-তখন যে কোন কম্পিটিশন এসে আপনার গেম ওভার করে দিতে পারে।
আপনি ৩ লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছেন অন্তত ১০ হাজার টাকা দিয়ে একজন বিজনেস পরামর্শক এর সাথে বসুন বিস্তারিত কথা বলুন উনি আপনাকে আগামী পাঁচ বছরের বিজনেস প্রজেকশন তৈরি করে দিতে পারবেন।
আপনার পণ্য কি হবে?
আপনার সঠিক কাস্টমার কি হবে?
আপনার বাজার কি হবে?
আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি হবে?
আপনার সেলস চ্যানেল কি হবে?
আপনার কি রকম লোকবল লাগবে?
তিন লক্ষ টাকা বিনিয়োগের ফলে কত দিনের মধ্যে টাকা উঠায় নিয়ে আসতে পারবেন?
আপনার মার্কেটিং কিরকম হবে?
প্রতিমাসে কি পরিমান পণ্য এবং সেবা উৎপাদন হবে?
আপনার ব্যবসার মাসিক খরচ কি রকম হবে?
আপনার ব্যবসার জন্য স্থায়ী খরচ কি রকম হবে?
আপনার ব্যবসার জন্য ব্যাংক লোন কিভাবে পেতে পারেন?
আপনার ব্যবসার সাপ্লাইয়ার কে কে হবে?
আপনার ব্যবসার ভেন্ডর কিভাবে নির্ধারণ হবে?
আপনার ব্যবসার প্রোডাকশন কিভাবে তৈরি করা হবে? ইত্যাদি
এগুলো যদি আপনি একাই নিজে করতে পারেন তাহলে ভালো। কারণ বাংলাদেশের বেশিরভাগ উদ্যোক্তা শুরু তো করে কিন্তু ছয় মাসের মধ্যে তাকে ব্যবসা বন্ধ করে দিতে হয়। এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে।
ছোট ব্যবসার জন্য সবথেকে সেরা পরামর্শদাতা প্রতিষ্ঠান হল স্কিলস রাইডার
।
nasrinnahar publisher