Answered 2 years ago
আপনি চাইলে একজন উদ্যোক্তা হতে পারেন। যেমন,,
আপনার কাছে যেহেতু ২০০০০০/- আছে তাই আমার মতামত।
আপনার যদি গ্রামের বাড়িতে গরুর খামার করার মতো জায়গা থাকে,তাহলে আপনি দেশী জাতের ৩৫-৪০হাজার টাকা করে ১৪০০০০-১৬০০০০/- এর মধ্যে চারটির মতো গরু পাবেন। এবং বাকী ৬০-৪০ হাজার টাকা দিয়ে আপনি গরুর জন্য খাবারের জন্য ব্যায় করবেন।
আপনার টার্গেট থাকবে গরুগুলো যেন কুরবানীর ঈদে বিক্রি করা যায়। তাহলে আপনি এক একটি গরু যে দামে কিনবেন তার দ্বিগুন বিক্রি করতে পারবেন। তাহলে আপনি যেমন লাভবান হবেন এবং পর্যায়ক্রমে একজন সফল উদ্যোক্তা হবেন।।।
jotikhatun publisher