Answered 2 years ago
ইনভেস্টমেন্ট হিসেবে ২০ হাজার কিছুই না। মিনিমাম ৫/৭ লাখ টাকা জমান।
এই পরিমান টাকা ইনকাম করে সেইভ করতে করতে ব্যবসা,টাকার মুল্য এইসব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার আয়ত্তে চলে আসবে।
সঠিক স্কিল হলো মূলধন। ২০ টাকা, ২০ হাজার টাকা ২০ কোটি টাকা এইসব আপেক্ষিক।
উপরে উঠতে হলে সিড়ি হলো মানুষ। পাড়া দিয়ে উপরে উঠুন।
মানুষ কে মানিপুলেট করার নাম ব্যবসা।
এগুলা না বুঝে যা ই করবেন লস খাবেন।
সব মানুষের দুই হাত। যারা মিলিওনেয়ার/বিলিওনেয়ার তারা লক্ষ মানুষের পরিশ্রম ব্যবহার করেই এত উপরে উঠেছে।
লক্ষ সৈনিকের প্রানের বিনিময়ে কেউ হয়েছে দিগ্ববিজয়ী।
খালি নিজের দুই হাত দিয়ে হবে না। আপনার যুদ্ধে অন্য দের মরতে পাঠান।
Anwoer publisher