আমার কাছে ২০,০০০ টাকা আছে।আমি একজন স্টুডেন্ট। কোথায় বিনিয়োগ করলে আমি (২-৪) মাসে এর দ্বিগুণ বা তিনগুণ মুনাফা অর্জন করতে পারব?

1 Answers   12.8 K

Answered 3 years ago

১. প্রাইজবন্ড কিনে রাখতে পারেন।যদি কপালে ভালো কিছু থাকে তাহলে অনেক টাকার মালিক হয়ে যেতেও পারেন।

২. বর্তমানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে ২-৪ মাসের মধ্যে ভালো কিছু করা সম্ভব। এজন্য ৮-১০ হাজার টাকা দিয়ে ভালো কোন প্রতিষ্ঠান থেকে ওয়েব ডিজাইন,ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফ্রিক্স ডিজাইন সহ আরো অনেক কোর্স আছে,যেগুলো অনায়াসে আপনাকে সফলতার পথ দেখাবে।

৩.ছোটখাট একটা টং দোকান/ফুডকার্ট দিতে পারেন।যেখনে আপনি শুধু ৪-৫ ঘন্টা(বিকাল৪-রাত ৮টা) সময় দিয়ে অনেক টাকা আয় করতে পারেন।মনে রাখবেন দুনিয়ার কোন কাজই ছোট না।

৪.আর আপনি যেহেতু এখনো ছাত্র তাই পড়াশোনায় পূর্ণ মনযোগ দেয়াই উত্তম। তবে এখন থেকে উদ্দোক্তা হওয়ার ইচ্ছে থাকলে ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায়।

Sakib Ahmed
ahmedsakib
245 Points

Popular Questions