Answered 2 years ago
সবথেকে ভালো ব্যবসায় বিনিয়োগ করা, নিজের ব্যবসা করতে না পারলে এমন ব্যবসায় বিনিয়োগ করেন যেটা অনেকটা নিরাপদ (আর্থিকভাবে শক্তিশালী এবং ম্যানেজমেন্ট অনেক শক্তিশালী)
এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে ব্যাংকের থেকে বেশি রিটার্ন পাওয়া যায়, ব্যাংক বাৎসরিক রিটার্ন দেয় প্রায় ৬%, আপনাকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে কমপক্ষে ১২% রিটার্ন আসে।
আর ব্যবসা করলে কমপক্ষে বছরে ১৮ শতাংশের উপরে রিটার্ন নিয়ে আসতে হবে। তা না হলে ওই ব্যবসা করে কোন লাভ নেই।
nadimrayhan publisher