আমার কম্পিউটার হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায়। করণীয় কী?

1 Answers   9.9 K

Answered 2 years ago

এরকম সমস্যা আমি প্রায়ই ফেস করি। তাই আমি আপনাকে কয়েকটি কারণ ও করণীয় বলবো

১। প্রসেরসর পর্যাপ্ত ঠান্ডা হতে না পারলে

করণীয়ঃ পিসির কেসিং খুলে পিসি চালু করুন, দেখুন কুলিং ফ্যানটি ঠিকমতো ঘুরছে কিনা। এবার কুলিং ফ্যানটি খুলে ফেলুন, দেখতে পাবেন প্রসেসরের উপর পেস্ট(থার্মাল পেস্ট) লাগানো আছে। যদি পেস্ট শুকিয়ে যায় তবে নতুন করে পেস্ট লাগান তারপর আবার ফ্যানটি ইন্সটল করুন।

২। মাদারবর্ডের সাথে পাওয়ার সাপ্লাই এর সঠিক কানেকশন না থাকা

করণীয়ঃ আপনার মাদারবোর্ডের সাথে পাওয়ার সাপ্লাইএর প্রত্যেকটি কানেকশন চেক করুন দরকার হলে মাদারবোর্দের সাথে প্রত্যেকটি কানেকশন খুলে আবার যথাস্থানে লাগান।

৩। র‍্যাম সমস্যাযুক্ত থাকলে

করণীয়ঃ র‍্যামে সমস্যা থাকলে অনেক সময় এরকম সমস্যা হতে পারে। তাই সেম মডেলের অন্য একটি র‍্যাম আপনার পিসিতে ইন্সটল করে দেখেন

৪। হার্ডিস্কের সমস্যা

করণীয়ঃ হার্ডিস্ক চেঞ্জ করে আরেকটি হার্ডিস্ক পুনরায় ইন্সটল করুন

৫। ভাইরাসের সমস্যা

করণীয়ঃ আপনার হারডিস্ক অন্য কম্পিউটারে নিয়ে আপডেটেড এন্টিভাইরাস দিয়ে ক্লিন করে নিন

তাছাড়াও মাদারবোর্দের কারণে এই সমস্যাটি হয়ে থাকে

কোরাতে আমি অনেক ছোট মানুষ তাই ভুল ত্রুটি ক্ষ্মার দৃষ্টিতে দেখবেন


Fiaz Fuad
fiazfuad
381 Points

Popular Questions