আমার কম্পিউটার কত পুরানো, আমি এটা কীভাবে দেখবো?

1 Answers   4.1 K

Answered 2 years ago

উইনডোজ ১০ পিসিতে স্টার্টআপ মেনুর পাশে "Type here to search" সাদা অংশে টাইপ করুন "sysinfo" । নতুন একটি উইনডো খুলে যাবে, সেটির নাম "সিসটেম ইনফরমেশন",

এখানে সিসটেম সামারির তথ্য পাবেন । অনেক ইনফরমেশনের ভিড়ে আপনার দরকার বায়োস ইনফরমেশন/ডেট । এই ডেট ইনডিকেট করে আপনার পিসির বয়স ।

আপনার পিসি বা ল্যাপটপ এর মডেল অনুযায়ী নির্দিষ্ট ব্রান্ডের ওয়েব সাইট এ বায়োস ইনফো দেখে অনুমান করা যায় এটার বয়স ।

আপনার পিসিতে যে হার্ডডিক্স আছে সেটার বয়স জানতে কিছু টুলস এর সহায়তা নিতে হবে অথবা পিসি বা ল্যাপটপ থেকে হার্ডডিক্স খুলে প্রিন্ট করা ম্যানুফেকচারিং ডেট দেখতে হবে ।


Moushumi Hamid
Moushumi Hamid
530 Points

Popular Questions