আমার কম্পিউটারে সমস্যা হবার পরে আমি পুনরায় আবার উইন্ডোজ সেট আপ করি। কিন্তু এখন আগের ভিডিও এবং ফটো সাপোর্ট করছে না। কী করতে পারি? পরামর্শ দিয়ে সাহায্য করলে উপকৃত হব।

1 Answers   13.2 K

Answered 2 years ago

আপনি অপারেটিং সিস্টেমের কোন ভার্সন ইন্সটল করেছেন সেটা উল্লেখ করেননি ! যাই হোক আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে আপনার কম্পিউটারের ফাইলগুলো ভাইরাসে আক্রান্ত ! আপনি যে কোন একটা ভালো মানের এন্টিভাইরাস দিয়ে সম্পূর্ণ পিসি স্ক্যান করুন! আশা করা যায় সবগুলো ফাইল এক্সেস করতে না পারলেও কিছু ফাইল এক্সেস করতে পারবেন।


ST Shopon
stshopon
252 Points

Popular Questions