আমার এক মুসলিম বান্ধবী হিন্দু ছেলেকে হিন্দু রীতিমতো শাঁখা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে। কিন্তু সে হিন্দু হয়নি, তার দাবী সে মুসলিম, এটার সমাধান কী হবে?

1 Answers   3.4 K

Answered 2 years ago

আপনার মুসলিম বান্ধবী নিজের ধর্মকে পরিবর্তন না করে এবং তার হিন্দু স্বামীকেও তার স্বধর্ম পরিবর্তনে বাধ্য না করে বিয়ে করাটাতে তো কোনো সমস্যাই হয় নি, কাজেই এটাকে সমস্যা ভেবে সমাধানের কথা ভাবছেন কেনো ? বরংচ আপনার বান্ধবীর এই উদারতা, এই সাহসীকতা, এবং অন্য ধর্মালম্বী মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মানসিকতার জন্যে তাকে অফুরন্ত অভিনন্দন জানাই । এবং সবাইকে এই উদাহরণ দ্বারা অনুপ্রাণীত হবার অনুরোধ জানাই । যে ধর্ম মানুষের মধ্যে সমন্বয় সাধন করতে না পারে, মানুষের প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি করতে না পারে, মানুষকে মানুষ্যত্বের উচ্চতর স্তরে নিয়ে যেতে সাহায্য করে না, সেটা আবার কিসের ধর্ম ? আপনার বান্ধবী সঠিকভাবেই ধর্মাচরণ করেছেন মানবতার বাণী ছডিয়ে, তাকে আবারও অভিনন্দন জানাই । সকলেই তাকে উৎসাহ দান করা উচিত ।


Saifullah
saifullah
264 Points

Popular Questions