আমার এক বোনের বিয়ে হচ্ছে না, পাএ এসে দেখে যায় আর কিছু বলেনা। বয়স বেড়েই যাচ্ছে। তবুও বিয়ে হচ্ছে না। তার পরিবারের লোকজন অনেক কষ্টে আছে। এখন তাদের কী করা উচিত?

1 Answers   4.4 K

Answered 2 years ago

এই সমস্যা টা হচ্ছে আপনার গ্রামের এবং সমাজের কিছু খারাপ মানুষের কারণে।

মানুষে মেয়েদেখেই বিয়ে করায় না বরং এলাকায় মেয়ের এবং মেয়ের পরিবারের খোঁজ খবর নেয়

তাতে মানুষ যদি খারাপ রিপোর্ট দেয় তাহা হলে ঐ মেয়ের বিয়ে কখনোই হবে না।

এগুলা কারা করে তা জানার জন্য আপনাদের এই মুহুর্তে কি করা দরকার তাহা হলে

এমন একজনকে দিয়ে ভেরিফাই করা দরকার যাকে আপনার এলাকায় কেউ চিনে না

সে এসে চা দোকানে এবং সমাজে মাতব্বর এবং মেম্বার কে জিজ্ঞেস করলে মানুষ কি রিপোর্ট বলে তা দেখেন

তারপর বুঝতে পারবেন আসলে কে কি বলে ঐ মেয়ে সম্পর্কে।

এবার আসি কিভাবে বিয়ের ব্যবস্থা করবেন

সমাজের ভালো কাউকে দাওয়াত দেন

মেয়েকে যে দিন দেখতে আসবে সে দিন তাকেও দাওয়াত দিন

এবং আলাদা ভাবে তাকে বলে দিবেন এই বিয়ে যদি আজকেই সমাধা করে দিতে পারে তাকে একটি ভালো মোবাইল কিনে দিবেন বা ভালো একটা গিপ্ট দিবেন।

দেখবেন সে সর্বউচ্চ চেষ্টা করবে এবং হয়েও যেতে পারে।

আপুর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে শেষ করছি

Prince Hartmann
hackerthon
117 Points

Popular Questions