Answered 2 years ago
আব্দুল মজিদ একজন স্বল্প আয়ের মানুষ ছিলেন,কোনভাবে টেনেটুনে সংসর চলত নিজে কিছু করবে ভেবে ঝালমুড়ির ব্যবসা শুরু করেন। আর বর্তমানে তার প্রায় ৪৫০ জন ক্রেতা প্রতিদিন এবং ৩ জন কর্মচারী। তার ঝালমুড়ি ১৫ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।
কি ভাবে!
তার পিছনে রয়েছে মেধা ও শ্রম।
উনাকে ভাবতে হয়েছে কি ভাবে নতুনত্ব আনা যায়,মানুষের চাহিদা কি, পছন্দ কি।তার একটা ভাল দিক অথবা পলিসি বলতে পারেন উনি ক্রতাকে খেজুর দিয়ে আপ্যায়ন করে থাকেন।
আপনার জানা অথবা আপনি নিজেই দেখবেন খাবার বা কিছু কেনার জন্য হাতের কাছের দোকানটা ছেড়ে একটু কষ্ট হলেও অন্য কোন দোকানে যাচ্ছেন।কেন! ভাল ব্যবহার অথবা ভাল কিছু পাবার আশায়।
আপনিও ক্রেতার সাথে ভাল ব্যবহার করুন, ভাল পন্য দিন, সৎ থাকুন আর নামাজের সময় ব্যবসা থেকে ইবাদতকে বেশি প্রাধান্য দিন। ইনশাল্লাহ আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করবেন।
jahidarif publisher