আমার একটা চাকুরির প্রয়োজন কেউ কি একটা চাকুরি দিতে পারবেন ?

1 Answers   5.3 K

Answered 2 years ago

কোরাতে কঠিন কঠিন প্রশ্নের উত্তর পাবেন। কিন্তু চাকরী পাবেন না। কেউ আপনাকে চাকরী দিবে না। আসলে সবার হাতে ক্ষমতা থাকে না চাকরী দেবার। আর যারা আপনাকে চাকরী দিতে পারবে তাঁরা কোরাতে নেই। অনেককে দেখবেন বড় বড় কথা বলবে- অমুক অমুক মন্ত্রীর সাথে তার উঠা বসা। কিন্তু চাকরী দেবার ক্ষমতা তাদের নেই। তাঁরা মিথ্যা ভাব নেয়। এমনকি আপনার অনেক পরিচিত মানুষজন বলবে- তোমার সিভি দিও। এমন ভাব যেন সিভি দিলেই চাকরী হয়ে যাবে। সিভি নেওয়ার পর তার আর কোনো খোঁজ খবর পাওয়া যাবে না। এটাই বাস্তবতা।

Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions