Answered 2 years ago
আপনার বয়স অনুযায়ী আপনার উচ্চতা একদম আদর্শ উচ্চতা। আপনার ২৫ বছর বয়স পর্যন্ত উচ্চতা বৃদ্ধি পাবে।আর উচ্চতার মাপকাঠিতে কখনো বিয়ে হয় না। তবে হ্যাঁ বিয়ে করতে গেলে এই উচ্চতা আপনার জন্য যথেষ্ট।
বিয়ে একমাত্র আল্লাহর তরফ থেকে নির্ধারিত এটা আপনি যতই বিবেচনা করেন আপনার মত করে নাও পেতে পারেন।
যেমন আমার উচ্চতা ৫.১০" আমার বউয়ের উচ্চতা ৪.০৬" যা কোনো ভাবেই আমার সাথে মানানসই না। এখন বউ নিয়ে কোথায় যেতে খুব লজ্জা হয়, তবুও কি করার আল্লাহ আমার জন্য তাকেই নির্ধারণ করে রেখেছেন হয়তো।
তবে আপনার সাথে নিম্নে ৫" হলেও মানাবে।
tusfitasnim publisher