আমার অনার্স শেষ করতে মোটামুটি ছয় বছর লাগছে। এখন চাকরির জন্য মাস্টার্স করাটা কি জরুরি? আর মাস্টার্স না করলে কি চাকরির বাজারে কোনো সমস্যা হবে?
16
0
1 Answers
11.1 K
0
Answered
2 years ago
আজ যদি চাকুরী করার সুযোগ থাকে কাল সেটা নাও আসতে পারে তাই আজই চাকুরীতে যোগ দিন। চাকুরীর পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান। সবচেয়ে বড় কথা যারা জীবনে পরিশ্রম করে তারাই সফল হয়। চাকুরির ক্ষেত্রে আপনি যত বেশি শিক্ষিত হবেন তত ভালো চাকুরী পাবেন।
shuvo publisher