আমাদের সমাজ সম্পর্কে কিছু বলবেন?

1 Answers   2.7 K

Answered 2 years ago

কুমিল্লা বোর্ডের সুই*সাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুই*সাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।

সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালি*গালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবা পাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।

প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!

ভালো থাকবেন প্রতিবেশীরা...!

ভালো থেকো সহপাঠী বন্ধুরা...!

পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!

তবু ও বলছি সমাজ কি বললো...!

প্রতিবেশী কি বললো সেটা শুনে,

নিজের ছেলে মেয়েকে অপমান করে,

মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!

মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের না...!

Rashed Rimon
rashedrimon
509 Points

Popular Questions