আমাদের রক্তের নমুনা নেয়ার জন্য প্রায় অনামিকা আঙুল ফুটো করা হয় কেন, অন্য অংশ থেকে নিলে ক্ষতি কী?

1 Answers   4 K

Answered 2 years ago

এর কারণ হল আমাদের বুড়ো আঙুল (thumb) এবং ছোট আঙুল (little finger) এর নীচে যথাক্রমে radial bursa এবং ulnar bursa থাকে। এখন pulp space এ যদি সংক্রমণ হয়ে যায় তাহলে তা থেকে ulnar bursa সংক্রামিত হয়ে যেতে পারে। Ulnar bursa থেকে সংক্রমণ আমাদের forearm এর space of Parona তে চলে আসতে পারে। ফলে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু অনামিকা বা ring finger থেকে রক্ত নিলে এই সম্ভাবনা কম। তাই ওখানেই ছিদ্র করা হয়।


Fiaz Fuad
fiazfuad
381 Points

Popular Questions