Answered 2 years ago
"আরে মরবোইতো একদিন। ভয় পাওয়ার কী আছে? গান গাইয়া লই।" মুক্তিযোদ্ধা পপ গুরু আজম খান যুদ্ধের সময় বলেছিলেন। তাঁর একটা অভিজ্ঞতা:
“কুমিল্লার সালদায় আমাদের ক্যাম্পটা ছিল নদীর পাড়ে। আমাদের ওস্তাদতো অনেক অভিজ্ঞ ছিল। …. তিনি দেখে বললেন, খবরদার আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ গুলি করবি না। তারপর পজিশন মত আসতেই তিনি মেশিনগান দিয়া গুলি শুরু করলেন। আর আমরাও যার যার অস্ত্র দিয়া গুলি করতে থাকলাম। নৌকাগুলা সব ছাড়খাড় হয়ে গেল চোখের পলকে। আমরা ভাবতাম পাক সেনারা সাঁতার জানে না। কিন্তু দেখি কী, তাদের মধ্যে কেউ কেউ সাঁতার দিয়া পাড়ের দিকে আসছে। আমরা সেদিকে লক্ষ করে গুলি করা শুরু করলাম।”
সুতরাং পাক সেনারা সত্যই সাঁতার জানতো এবং সেনাবাহিনীতে সাঁতার জানতে হতো। তবে পাকিস্তান নদীমাতৃক না হওয়ায় তারা সাঁতারে বাঙালির ধারেকাছেও ছিল না। আর সেটা যদি হয় বাংলার জলাশয়ের ক্ষেত্রে, তবে ওটা পাকিস্তানিদের জন্য সাঁতার না জানার মতোই।
জাসেম ফারহান (Jashem Farhan) ভাই ভালোই বলেছেন, সাঁতার জানা এক কথা। আর কচুরিপানা ভরা কাদা পানিতে বুট জুতা পরে যুদ্ধ করা আরেক কথা। সেখানে লুঙ্গি কাছা মেরে যুদ্ধ করতে না পারলে মৃত্যু নিশ্চিত ।
rohanahmed publisher