আমাদের বিয়ে হওয়ার তিন বছর হল এবং শারিরীক চাহিদা বলতে কিছু নাই আমার বউ-এর, কী করতে পারি?

1 Answers   3.9 K

Answered 2 years ago

সেক্স জিনিসটা হলো এক প্রকার শিল্প। যে শিল্প জানে, সে হলো শিল্পী। শিল্পীর কাজ হলো, শিল্পকে সুন্দর করে দক্ষতার সাথে শৈল্পিক রূপ দেয়া। আপনি যদি সেক্সটাকে শৈল্পিক রূপ দিতে পারেন, আমার বিশ্বাস, আপনার স্ত্রী ১০০% সেক্সের প্রতি আগ্রহী হবে। এর জন্য আপনাকে সেক্স বিষয়ে পরিপূর্ণ জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে।

একটা বিষয় আমাদের সবার বুঝতে হবে যে, আমরা হলাম মানুষ। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আশরাফুল মাখলূক্বত অর্থাৎ সৃষ্টির সেরা জীব বলেছেন। সৃষ্টির সেরা জীব বলার কারণ হলো, মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা একটা বিশেষ জিনিস দান করেছেন। তা হলো, আক্বল অর্থাৎ বিবেক বা চিন্তা করার ক্ষমতা। যেকোন জিনিস বুঝার ক্ষমতা।

দেখেন! পশু পাখিও সেক্স করে থাকে। মানুষও করে। পার্থক্য তো অবশ্যই থাকতে হবে। কারণ, আপনি সৃষ্টির সেরা জীব। গরুর মতো ছাগলের মতো শুধু হুট করে দৌড়ে গিয়ে হামলে পড়লেই হবে না। ওইযে বললাম, এটাকে শৈল্পিক রূপ দিতে হবে। মানে সেক্সের চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে কিছু কার্যক্রম আছে, সেগুলো ফুলফিল করে তারপর চূড়ান্ত পর্যায়ে যান। স্ত্রীরা মূলত স্বামীদের পেনিস উপভোগ করে না। তারা স্বামীর আদর সোহাগটা বেশি উপভোগ করে থাকে। যদি এই কাজগুলো করতে পারেন, আমি ১০০% আত্মবিশ্বাসী, আপনার স্ত্রী আপনার প্রতি নেশাগ্রস্ত হয়ে যাবে।

এতোক্ষণ যা বললাম, এটা একটা সেক্স এডুকেশন দিলাম। এটাকে কেউ খারাপ ভাবে দেখবেন না। নেগেটিভ কমেন্ট কেউ করবেন না আশা করি। যদি এই কথাগুলো আপনার কাজে লাগে, তাহলে আমার জন্য মন ভরে একটু দোয়া করবেন। দ্যাটস ইট…

আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি দান করেন। আমীন। মাআ'স সালাম

Masum
Masum
291 Points

Popular Questions