"আমাদের পাকস্থলী নাকি একটি ব্লেডকে পর্যন্ত গলিয়ে দিতে পারে!" - এটা কি সত্যি?

1 Answers   12.7 K

Answered 2 years ago

আমাদের পাকস্থলীতে তীব্র এসিড HCl আছে যার pH-2। আর এটি অনেক শক্তিশালী যা পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয়। আর এটা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে।

HCl খুব শক্তিশালী বলে আপনি যদি হাতের উপর কয়েকফোটা ফেলেন তবে হাত ছিদ্র হয়ে যাবে। আর ব্লেড এ দিলে তা গলিয়ে দিতে পারে।

আমরা অনেক জীবানু,ময়লা যুক্ত খাবার খাই। আর পাকস্থলীতে এরকম এসিড দেওয়া হয়েছে যাতে ব্যকৃটেরিয়া ধ্বংস হয় এবং আমাদের ক্ষতি না হয়।

ST Shopon
stshopon
252 Points

Popular Questions