Answered 2 years ago
১. একান্ত ব্যক্তিগত কাজ, কারও কাছে যেতে হয় না।
আপনি একটি স্কিল শিখে গেলে আপনাকে আর কারও কাছে যেতে হবে না। আপনি বাসায় বসেই আপনার ক্লায়েন্টেন কাজ করে দিতে পারবেন। সেক্ষেত্রে আট ঘন্টা বা দশ ঘন্টা অফিস করা লাগবে না।
২. অন্যের সাফল্য দেখে প্ররোচিত হওয়া
বর্তমান সময়ে আমাদের সমাজে ফ্রিল্যান্সিংকে এত বেশি হাইলাইট করা হয় যে বেশিরভাগ মানুষ লোভে পড়ে এই দিকে আসেন। অনেকে আবার নিজের কোচিং সেন্টারে লোক ভর্তি করানোর জন্য চটকদার বিজ্ঞাপন দেয় যে ফ্রিল্যান্সিংয়ে হাজার হাজার ডলার আয় করা যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে যারা কোচিং সেন্টার চালায় তাদের অধিকাংশই মার্কেটপ্লেসে গিয়ে কাজ পায় না বলে কোচিং সেন্টার চালায়। এটাই তাদের আয়ের উৎস।
৩. ডলারের উচ্চমূল্য
যেখানে বাংলাদেশে একজন দিনমজুরের বেতন ৫০০ টাকা সেখানে একজন ফ্রিল্যান্সার যদি সারাদিন কাজ করেও মাত্র পাঁচ ডলার আয় করে তাহলে সে ঘরে বসেই টাকাটা আয় করতে পারলো। তাকে বাইরে যেতে হলো না। অধিকাংশ ফ্রিল্যান্সারদের মাথায় এই জিনিসটা কাজ করে।
babynaznin05 publisher