আমাদের আদি পিতামাতা যদি একজন হয়, তাহলে মুখের ভাষা এক হওয়ার কথা ছিল। হলো না কেন?

1 Answers   3.7 K

Answered 1 year ago

ধন্যবাদ আপনাকে। একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে চেষ্টা করি.. আমার সহোদর বোন আমার বাড়ী হতে আনুমানিক ৪+ কি. মি দূরে বিয়ে দিয়েছি। এখন তার ভাষা আমার হতে বেশ ভিন্ন( সরাসরি না হলেও বাচন ভঙ্গিতে) । একই মায়ের পাঁচ সন্তানের বাচনভঙ্গি এক হয় না বরং দু-একজনের মিল হয়। ভৌগোলিক অবস্থান, সময় , সঙ্গ মানুষকে প্রভাবিত করে। একজন কালো মায়ের গর্ভে ধবধবে ফর্সা সন্তানও জন্ম নেয়। আমরা এক পৃথিবীর বাসিন্দা হয়েও শারীরিক,মানষিক,.. ভাষায় ভিন্ন
Munni Khatun
munnisha05
305 Points

Popular Questions