Answered 2 years ago
বাংলাদেশের প্রেক্ষাপটে কম সংখ্যক মেয়েই নিজ থেকে এসে বন্ধুত্ব করতে চায়। সামাজিক বাস্তবতা এখনো সেভাবে গ্রো করেনি। মেয়েরা হয়তো আপনাকে ইঙ্গিত দিবে, ভাবসাবে বোঝাবে; কিন্তু সরাসরি কিছু নাও বলতে পারে।
আপনি যতই নায়ক হোন না কেন, আপনি যতই রাজপুত্র বা আলালের ঘরের দুলাল হোন না, কেন কোন লাভ নেই।
তাছাড়া বন্ধুত্ব করতে হলে উভয় পক্ষের আগ্রহ প্রয়োজন।এক পক্ষের ডামাডোলে বন্ধুত্ব হয় না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদেরকেই এগিয়ে আসতে হয়। তবে ব্যতিক্রমেরও অভাব নেই।
ritakhatun publisher