আমাকে কেউ কন্না কড়াতে পাড়বে না? আর আমি কান্না করিও না? কেউ কি আছে এরকম যে আমাকে কান্না করাতে পারবে?

1 Answers   8.1 K

Answered 2 years ago

আপনার এই লৌহ মানব মানসিকতাকে সাধুবাদ জানানো ছাড়া তো কোন উপায় দেখছি না। একটা বিজ্ঞাপন দিতে পারলে খুব ভালো হতো যে এমন কোন মানুষ আছেন কিনা যিনি নিজের সচেতন এবং অপচেতন মনে কখনো কোন পরিস্থিতিতেই কি দুঃখ অনুভব করেননি ! আপনি বেশ বুক উঁচিয়ে বলতে পারতেন আমি সেই লৌহ মানব যিনি কখনো দুঃখ অনুভব করিনি। বন্ধুর কষ্টেও কখনো নিজে কষ্ট পায়নি। অন্যের শোকে কখনো বিহ্বল হয়ে উঠিনি। যদিও দুঃখের সঙ্গে উপসংহার এটা লিখতেই হত আসলে আমি তো কাউকে নিজের বলে ভাবতেই পারিনি তাই অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে ভাবতে পারিনি। অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে ভাবতে পারিনি তাই আমার চোখ কখনো সিক্ত হয়ে যায়নি। কিন্তু নিজের মনকে একবার প্রশ্ন করুন তো শেষের এই লেখাগুলো কি সত্যিই আপনার সঙ্গে যায় ? আপনার মানসিক অবস্থানকে কি শেষের এই লেখাগুলো কোনভাবেই স্পর্শ করে ? উত্তর আপনার। আমি শুধু এটুকুই বলবো যে , আপনি যদি আমায় চ্যালেঞ্জ করে বলেন যে আমি কোন ভাবে আপনাকে কাঁদাতে পারবো কিনা? তাহলে আমি ভুল করেও আপনার সেই চ্যালেঞ্জ গ্রহণ করব না তার কারণ আমি বিশ্বাস করি আমি কাউকে হাসাতে পারি বা না পারি অন্য কারুর কান্নার চেষ্টার কারণ হতে চাই না।


Surdha Suraiya
surdhasuraiya
192 Points

Popular Questions