Answered 2 years ago
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। কর্ম ব্যস্ততায় অনেকদিন আসা হয়নি লেখা হয়নি কোন উত্তর। আজ চেষ্টা করছি এই ভাইয়াটার উত্তর দিতে। এখন প্রশ্ন হলো সেকি আপনাকে কলার আইডি(নাম্বার) হাইড করে নো নাম্বার থেকে ফোন দেয় নাকি নাম্বার থেকেই ফোন দেয়?
যদি নাম্বার থেকে ফোন দেয় তাহলে আপনি যে কোন একটা নাম দিয়ে, ধরেন ডিস্টার্ব / অপরিচিত ইত্যাদি যা আপনার মন চায়।সে নামে সেভ করুন আপনার ফোন বুকে। তাহলে দেখবেন ঐ ব্যক্তি ইমু, হোয়াটস অ্যাপ কিংবা আনুষাঙ্গিক আরোও অন্য সোশাল কোন কিছু ইউজ করলে তার নাম ও ছবি সহ পেয়ে যাবেন। আবার অনেকে ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি বা পেজ ও থাকে সে ক্ষেত্রে পাওয়া সম্ভব।
ভালো থাকবেন। নিজে ভালো থাকলে ভালো থাকে একটা পরিবার। ভালো থাকলে পরিবার ভালো থাকে সমাজ সংসার।
ekhlashhossain publisher