Answered 2 years ago
দেখেন যেকোনো ব্যাবসায় অনেক ঝুঁকি থাকে ! তাই ব্যাবসায় করার পূর্বে খুব ভালোভাবে বুঝে ব্যাবসায় নামতে হয় ! না বুঝে ব্যাবসায় নামা বোকামি ! তাই আমি বলবো ব্যাবসায় করলে বুঝে শুনে করেন !
এখন আসল কথায় আসি,
বর্তমানে অনলাইন ব্যাবসায় বিশেষ করে এফিলিয়েট মার্কেটিং খুব জনপ্রিয় ! এফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট কমিশনের বিনিময়ে প্রচার করা ! ইটা সবচেয়ে সহজ এবং কম ঝুঁকিপূর্ণ ব্যাবসায় ! তবে এখানেও ঝুঁকি থাকবে না আমি ইটা বলছি না !
আপনি যদি পরিপূর্ণ গাইডলাইন বুঝে ব্যাবসায় নামেন তাহলে ঝুঁকির পরিমান অনেক কমে যাবে ! তাছাড়া আপনার যায় অনেক আইডিয়া মাথায় আসবে কিভাবে আরো ভালো অনলাইন ব্যাবসায় করা যায় !
আপনি বিশ্বাসী করতে পারবেন না পৃথিবীতে মানুষ কত ভাবে অনলাইন কয়েক লক্ষ্য টাকা আয় করছে !
যাইহোক এফিলিয়েট মার্কেটিং অন্যের প্রোডাক্ট যেহেতু বিক্রি করাকে বলে ! তাই আপনাকে অবস্যই একটা ভালো ওয়েবসাইট লাগবে যেখানে আপনি আর্টিকেল লিখে আপনার প্রোডাক্ট প্রচার করতে পারেন ! যেকোনো প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারেন !
তবে ওয়েবসাইট করার আগে আপনাকে কীওয়ার্ড সার্চ করতে হবে যেটাকে এসইও বলে !
এই এসইও এর মাদ্ধমে আপনি কীওয়ার্ড রিসার্চ করে কম কম্পেটিশন কীওয়ার্ড খুঁজে বের করে ভালো আর্টিকেল লিখতে হবে !
আর একটা কথা আপনার আর্টিকেল কিন্তু কারো কাছ থেকে কপি করা যাবে না ! সবই আপনাকে নিজেই বা ভালো রাইটারকে দিয়ে লিখতে হবে !
আপনি ইচ্ছে করলে নিজেই লিখতে পারেন যদি আপনার লিখার ভালো হাত থাকে আর তা না হলে লিখিয়ে নেয়াই ভালো !
ইটা হলো পুরো প্রক্রিয়া ! এই পুরো বিষিয়টি আপনাকে কোর্সের মাদ্ধমে শিখানো হবে !
আপনার মতো অনেকেই শিখে এখন ভালো আয় করছে ! আপনি জয়েন করার সাথে সাথে তাদেরকে দেখতে ও কথা বলতে পারবেন ! সবাই একসময় আপনার মতো ছিল ! আপনি কথা বলে দেখেবেন তারা অনেক ফ্রেন্ডলি !সবসময় একজন আরেকজনকে সাহায্য করে ! আপনার কোনো ভয় নেই ! আপনি তাদের কাছথেকে সাহায্য পাবেন
আপনি যদি কোনো সাহায্য নাও পান আপনি সরাসরি আপনার মেন্টর এর সাথে কথা বলে হেল্প নিতে পারবেন ! মোট কথা আপনি এখন থেকে আয় করতে পারবেন ইনশাআল্লাহ ! এতো কিছু পাওয়ার পরেও যদি আপনি কোনো কাজ না করেন তাহলে আমি বলবো আপনার সফলতার সম্ভবনা কম !
এখন আপ্নেই বলেন আপনি কি আয় করতে চান নাকি চাননা ?
আমার বিশ্বাস আপনি অবস্যই চান !
তাহলে জয়েন করে ফেলুন
আমার কথাগুলো ভালো লেগে থাকলে একটা উপভোট দিয়া অন্যদের জানার সাহায্য করবেন !
ধন্যবাদ
rashedulrana publisher