আমরা হাঁটার সময় মাটিতে যে পরিমাণ বল প্রয়োগ করি ঠিক সে পরিমাণ কিংবা তার থেকে কম পরিমাণ বল প্রয়োগ করেও কিভাবে একটি রিকশা আমাদের থেকে দ্রুত এগিয়ে যায়?

1 Answers   12.7 K

Answered 2 years ago

তিন গুন বেশী এফিসিয়েন্ট। এর কারন নিচে দেখুন এতে কোথায় কোথায় যান্ত্রিক সুবিধা পাওয়া যায় ।

এই সরল যান্ত্রিক সুবিধাগুলির জন্য বাইসাইকেল বা সাইকেল রিক্সা মানুষের হাঁটা ও অন্য সবকিছু বাহনের থেকে বেশী এফিসিয়েন্ট।

এবার বুঝতে পারবেন কেন সাইকেল রিক্সা হেঁটে যাওয়ার থেকে অনেক কম শক্তি ব্যয় করে ,ফলে বেশী দ্রুত এগিয়ে যেতে পারে ।


Dipty Khatun
diptykhatun
420 Points

Popular Questions