Answered 2 years ago
ইংরেজি শিখার ব্যর্থতা নিয়ে কত শত ছাত্র পড়াশোনার পাঠ চুকিয়ে কর্ম জীবনে চলে যায় তার কোন হিসাব নেই।
আমাদের দেশে ইংরেজি শিখার অন্যতম অন্তরায় হলো ব্যবসা! জ্বি, ব্যবসা। এই এক ইংরেজিকে কেন্দ্র করে কত লোক যে শিক্ষার্থীদের ধোঁকা দিচ্ছে তার কোন হিসাব নেই। ইংরেজি কোচিং সেন্টার, ইংরেজি ট্রেনিং কেয়ার, অনর্গল ইংরেজি, পাঁচ মিনিটে ইংরেজি। মানে বোঝা যায় আমরা জন্ম থেকে ইংরেজি না শিখে জন্মের পাপ করছি! লোকেদের শিখানোর পারদর্শিতা দেখে আমি বরাবরই মুগ্ধ!
admin publisher