আমরা মানুষের কাছে দোয়া চাই। "দোয়া" এর কোন বৈজ্ঞানিক উপকারিতা আছে?

1 Answers   12.7 K

Answered 2 years ago

কি অদ্ভুদ! আজকাল মানুষের কি হয়েছে! বিজ্ঞানকে সবাই দেখছি সুপ্রিম ভাবা শুরু করছে। বিজ্ঞানের অনেক সীমাবদ্ধতা আছে তা জানা সত্ত্বেও। এমন অনেক কিছুই আজ দৃশ্যমান ও প্রমাণিত যা ১০০ বছর আগে ছিলো কিন্তু সেটাকে উপলব্ধি করার ব্যাপারটা প্রমাণিত হইছে এখন। তাই সবকিছুর মানদন্ড বিজ্ঞানই হবে এমনটা ভাবার কারণ নাই।

প্রশ্নে ক্লিয়ার করেন নি দোয়া কার কাছে করবে। মুসলিম হিসাবে দোয়া আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ নিয়ামত বলতে পারেন। আমরা সকল ব্যর্থতা, সফলতা, ডিপ্রেশন, সকল দুঃখ ও কষ্ট আল্লাহর কাছে উত্থাপিত ও আলোচনা করি নামাজের মাধ্যমে বা যেকোনো সময়ই।

মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আর আমার বান্দা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে; আমি তো কাছেই আছি। আমি দোয়া কবুল করি, যখন সে আমার কাছে দোয়া করে।’ (সুরা বাকারা: ১৮৬) আল্লাহপাক দোয়া কবুল করতে ভালোবাসেন। তার কাছে চাইলে তিনি খুশি হন।

এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহকে ডাকো। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।’ (সুরা আরাফ : ৫৬)।

Surovi Islam
Suroviislam
408 Points

Popular Questions