আমরা জানি যে “ব্রোমিন” তরল পদার্থ, কিন্তু ইন্টারনেটে দেখেছিলাম এটার বোতল খোলার পরে গাস আকারে উড়ে যায়। তাহলে কেন এটাকে বই-পুস্তকে তরল লেখা হয়?

1 Answers   11.7 K

Answered 3 years ago

বাস্পীভবনের লীনতাপ ( Latent heat of vapourisation ) ব্রোমিনের খুব কম। মাত্র ৪৪ ক্যালরি/ গ্রাম @ ৫৯°c. তুলনায় বিভিন্ন ধরনের পেট্রলের জন্য তা ৭৫ থেকে ৯৫ ক্যালরি/গ্রাম @ ৪০°c. এতে ই বোঝা যায় যে আমাদের উপমহাদেশের আদ্রতা এবং উষ্ণতায় ব্রোমিন অতি সহজেই বাস্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ সংগ্রহ করে নেয় এবং পেট্রল এর মতন দ্রুত উবে যায়।


Sohanur Rahaman
sohanurrahaman
264 Points

Popular Questions