আমরা জানি পিঁপড়েরা কখনো ঘুমায় না। কিন্তু তারা কেন ঘুমায় না?

1 Answers   3.5 K

Answered 2 years ago

না মানে, পিঁপড়ে কখনও ঘুমায় না, এটা কে, কবে বলল? কেনই বা বলল?!


পিঁপড়ে পরিশ্রমী, ঠিক আছে।

পিঁপড়ে মানুষের থেকে বেশি ওজন বইতে পারে (অনুপাত অনুসারে), ঠিক আছে।

একজন রানি পিঁপড়ে দিনে ৮০০টা ডিমও পারতে পারে, সেটাও ঠিক আছে!

কিন্তু পিঁপড়ে কখনও ঘুমায় না - এটা কে বলল? কারণ, এটা একটা মারাত্বক ভুল তথ্য, যেটা "আমরা জানি" বলে 'গছিয়ে' দেওয়া হচ্ছে।


Hasan
hasan269
214 Points

Popular Questions