Answered 2 years ago
প্রশ্নকারীকে ধন্যবাদ!
চার ভাই মিলে ব্যবসা করতে চাচ্ছেন সেটা অনেক ভালো বিষয়! যদিও ব্যবসার ক্ষেত্রে শরিক মেনে চলা অনেক ক্ষেত্রে বিবাদের প্রধান কারণ বলেই বিবেচিত হয়! যদি আপনি বা আপনারা ব্যবসার ফিল্ডে একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের আসলে কোনো পূজিঁই নেই কারণ এটা একটা প্রফেশন আর দেখুন একটি ভালো প্রফেশনের আমরা 15 থেকে 20 বছর পর্যন্ত লেখা পড়া করি! তাহলে এই প্রফেশনে আপনাকে 5 থেকে 7 বছর পর্যন্ত পড়ালেখা তো মানবিক দাবী! যদি আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে লেখাপড়ার বিষয়টা কখনোই ইগনোর করবেন না!
আর এটা সবসময় মনে রাখবেন, বিজনেস একটা জার্নি এর কোনো শেষ নেই! আপনি যেদিন মনে করবেন আপনি পৌঁছে গেছেন সেদিন থেকেই আপনি বাস্তবিকপক্ষে ফল করতে শুরু করবেন!
সবাই বলবে পুঁজি ছাড়া ব্যবসা সম্ভব না! কিন্তু আমার কাছে কখনোই পুঁজিকে মেইন হাতিয়ার মনে হয়নি! এখনো আমার কোনো পুঁজি নেই কিন্তু গড়ে লাখ টাকার উপরে প্রত্যেক মাসে সেলস করছি আলহামদুলিল্লাহ! যখন আপনি যোগ্য হয়ে যাবেন তখন সবাই এসে আপনারা ব্যবসায় ইনভেস্টের জন্য ঘুরবে!
আপনার মাথায় ব্যবসার পুরো মডেল আনতে হবে ইউনিক আইডিয়া আসতে হবে! একটা ব্যবসা ফেইল করবে না সাকসেস হবে সেটার একটা ধারণা থাকতে হবে! আরও জানতে হবে বিজনেস ফানেল কী ব্র্যান্ড ভ্যালু কী এসব!
পরিশেষে এটাই বলবো এই টাকাগুলো নিজের ওপর ইনভেস্ট করুন এরচেয়ে বেশি রিটার্ন আপনি কোনো ব্যবসায় পাবেন না!
আবারও ধন্যবাদ ভালো থাকবেন!
fardinashik publisher