Answered 2 years ago
আরিফুল ইসলাম নামে এক ভাই সুন্দর উত্তর দিয়েছেঃ
মহান আল্লাহর সৃষ্ট সর্বশ্রেষ্ঠ জীব হল মানুষ। তিনি তাঁর এ সৃষ্টিকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলে উল্লেখ করেছেন।
কিন্তু আমাদের এ হাটা দেখলে তো চলবে না। হেটে আর কতদূর অতিক্রম করতে পারি। ঈগল জাতীয় অতিথি পাখিগুলির কাছে সমগ্র পৃথিবী হাতের মুঠোয়। ওদের জীবনকালে প্রায় সমগ্র পৃথিবী টুর হয়ে যায়।
আর আমাদের দাদী বা মুরুব্বিদের কথা বলতে পারি যারা উপজেলায় জন্ম। মৃত্যুও উপজেলায়। জেলা সদর পর্যন্ত আসার তাওফিক হয় নি।
সুতরাং প্রানীকূলে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে যে ব্রেইনওয়াশ করা হয় তা ঠিক নয় । বহু প্রানীর এমন অঙ্গ রয়েছে যার তুলনায় মানুষের বিবর্তনের দিক দিয়ে পিছিয়ে।
তবে বুদ্ধির দিক দিয়ে মানুষ সবচেয়ে বেশি এগিয়ে। তাই বলে নিজেকে শ্রেষ্ঠ না ভেবে সমগ্র প্রানীকুলকে নিজেদের পরিবার ভাবতে শিখুন। প্রানীদের প্রতি সদয় হোন। তুলনা করা বন্ধ করেন। সবাই কোন না কোন দিক দিয়ে পিছিয়ে। আমরাও প্রানীজগতের খাদ্য খাদক শৃঙ্খলের বাইরে নই। চিকিৎসা বিজ্ঞানের কল্যানে স্বল্প সময় বেশি বাচলেও আমরাও পচে গাছের খাদ্য হবো।
তাই নিজেদের সৃষ্টির সেরা দাবি করে অহংকার করে কি লাভ?
ধন্যবাদ
rasheduzamansilon publisher