আমন্ত্রণ ও নিমন্ত্রণ-এর মধ্যে পার্থক্য কী?

1 Answers   8.5 K

Answered 1 year ago

আমন্ত্রণ ও নিমন্ত্রণের মধ্যে পার্থক্য রয়েছে… আমন্ত্রণ : কাউকে বাসায় চা-নাস্তার জন্য বললেন আসতে "একবার বাসায় এসে দেখে যান" বা "সময় পেলে আসবেন" অথবা এমনি সময় কাটানোর জন্য আমরা অন্যকে যে দাওয়াত দেই তাকে আমন্ত্রণ বলে।আমন্ত্রিত ব্যক্তি আপনার বাসায় ভাতের আশায় আসবেনা। নিমন্ত্রণ : কারো জন্য আপনি রান্নার‌ আয়োজন করলেন,বিশেষ‌ পদের খাবার, এসে বসার জন্য আলাদা ব্যবস্থা সাথে নাস্তা…সে ব্যক্তি তখন নিজেও ভালো করে সেজেগুজে আসবে,এক্কেবারে পারফেক্ট !!😁 আসলে আপনি যদি তাকে ঘরে এসে খাওয়ার অনুরোধ করেন তবে সেটা হবে নিমন্ত্রণ।নিমন্ত্রিত ব্যক্তি জেনেই আসবে যে সেখানে তার খাবারের আয়োজন করা হবে। যেমন: বিয়েবাড়ি,জন্মদিন,আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত পাই। তবে ইংরেজিতে আবার দুটির অর্থ‌ ই পাবেন Invitation. তখন ঐ invitation card পড়েই বুঝতে পারবেন আপনি কিসের আশায় যাবেন😄 ধন্যবাদ
Hafiza Khatun
hafizakhatun
501 Points

Popular Questions